নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত সূচনা করেছে নাপোলি। গতকাল শনিবার সিরি আর শিরোপা ধরে রাখার অভিযানে শুভ সূচনা করেছে তারা। প্রতিপক্ষের মাঠে দাপুটে পারফরম্যান্সে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে আন্তোনিও কন্তের শিষ্যরা। ডি ব্রুইনা ও স্কট ম্যাকটমিনের লক্ষ্যভেদে সাসুয়োলোকে ২-০ গোলে হারিয়েছে তারা।
অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটির হয়ে ১০ বছর কাটানোর পর গ্রীষ্মকালীন ট্রান্সফারে ফ্রি এজেন্ট হিসেবে নাপোলিতে যোগ দেন ৩৪ বছর বয়সী ডি ব্রুইনা। প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়ে দেন তিনি। বাঁ দিক থেকে নেওয়া ফ্রি-কিক সরাসরি পাঠান পোস্টের কোণা দিয়ে। গোলটি আসে ঘড়ির কাঁটায় প্রায় এক ঘণ্টা পূর্ণ হওয়ার ঠিক আগে।
তবে ম্যাচে প্রথম গোলটি আসে স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটমিনের পা থেকে। ম্যাচের ১৭তম মিনিটে ইতালিয়ান উইঙ্গার মাত্তেও পলিতানোর কাছ থেকে ক্রস পেয়ে দুর্দান্ত এক হেডে গোলের খাতা খোলেন তিনি।
এরপর দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনার দুর্দান্ত ফ্রি-কিকে জয় নিশ্চিত হয়।