মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্বকারী প্রথম নারী হতে যাচ্ছেন বিউটি কুইন নাদিন আইয়ুব।
সিএনএনকে পাঠানো এক বিবৃতিতে মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) জানিয়েছে যে- নভেম্বরে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় আইয়ুব অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করতে পেরে তারা আনন্দিত।
বিবৃতিতে বলা হয়েছে, মিস ইউনিভার্স অর্গানাইজেশন বিশ্বব্যাপী প্রতিনিধিদের গর্বের সঙ্গে স্বাগত জানায় এবং বৈচিত্র্য, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়ন উদযাপন করে।
এতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের আইনজীবী ও মডেল মিস আয়ুব আমাদের প্ল্যাটফর্মের প্রতীকী শক্তি ও দৃঢ় সংকল্পের প্রতিনিধিত্ব করছেন।
আইয়ুব ১৩০ টিরও বেশি দেশ এবং অঞ্চলের প্রতিযোগীদের সঙ্গে ৭৪তম মিস ইউনিভার্স ফাইনালে যোগ দেবেন, যা ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে।