বুধবার, ০৪:২৭ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৫, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

যুবদল নেতা আরিফ হত্যা : সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল থানায় যুবদল নেতা আরিফ সিকদার হত্যার মামলায় কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে মামলাটিতে তিনি গত ২৩ জুন সুব্রত বাইনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর গত ২৫ জুন রিমান্ড আবেদন করলে আদালত ৯ জুলাই শুনানির তারিখ ঠিক করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি দীর্ঘদিন ভারতের বিভিন্ন স্থানে পালিয়ে থাকার পর গত ২০২৪ এর আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে তার পূর্বের নিয়ন্ত্রাধীন মগবাজার ও হাতিরঝিল এলাকায় পুনঃকর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে আগ্নেয়াস্ত্র সংগ্রহ, সশস্ত্র মহড়ার প্রস্তুতি, গোপন বৈঠকের মাধ্যমে সদস্য সংখ্যা বৃদ্ধি শুরু করেন মর্মে তদন্তে পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় সুব্রত বাইন তার দলের জুনিয়র সদস্য এ মামলার এজাহারনামীয় আসামিদের মাধ্যমে ভিকটিম আরিফ সিকদারকে হত্যা করানো হয়েছে মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এমতাবস্থায় এ হত্যা মামলার মূল রহস্য উদঘাটনসহ তার সহযোগী অন্যান্য ক্যাডারদের গ্রেপ্তার এবং এ মামলায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে তাকে নিবিড় ও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডের প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামির সঙ্গে মামলার বাদীনির ছোট ভাই আরিফ সিকদারে সঙ্গে বিরোধ শত্রুতা চলে আসছিল। এই শত্রুতার জের ধরে আসামিরা আরিফ সিকদারকে খুন-জখম করার পায়তারা করতে থাকে। গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল মৃত্যু হয় তার।

নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের ৩৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক।এ ঘটনায় নিহত আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন, মো. ইয়াছিন (১৯), মো. আসিফ হোসেন (২১), মো. অনিক (১৯), মো. মিরাজ (১৯), মো. আশিক (১৯), মো. ইফতি (২৪), জাফর ইমাম তরফদার মন্টু (৪০), রতন শেখ (৪৫) ও আলিফ (১৯)।

উল্লেখ্য যে, গত ২৭ মে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরদিন হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com