দৈনিক ভোরের কাগজ এর গৌরনদী উপজেলা প্রতিনিধি সঞ্জয় কুমার পালের শ্বশুর ও ডেইলি ট্রাইব্যুনালের সিনিয়র রিপোর্টার প্রশান্ত কুন্ডুর পিতা অতুল চন্দ্র কুন্ডু (৭৮) বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সয্যাশায়ী থাকার পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কুন্ডুপাড়া গ্রামের নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গৌরনদী প্রেসক্লাব নেতৃবৃন্দসহ রাজৈর প্রেসক্লাব, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম, নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।