বিএনপির স্থানীয় নেতা-কর্মীদেরকে সতর্ক করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সাংসদ জননেতা এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, যে কোন ধরনের অনুষ্ঠানকে দলীয় অনুষ্ঠানে পরিনত করবেন না। মানুষ যাতে না মনে করে যে হাসানাত সাহেবের বাহিনীতো নাই, এখন স্বপন সাহেবের বাহিনী আছে। হাসানাত বাহিনীর পরিবর্তে স্বপন বাহিনী। এটা আমার জন্য খুব লজ্জা জনক। আমি আমার প্রিয় সহকর্মীদেরকে এ বিষয়ে সতর্ক করলাম, বিনিত ভাবে অনুরোধ করলাম, আমাকে কিন্তু কোন বাহিনীর প্রধান বানাইয়েন না আপনারা।
মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদীতে নিজ নির্বাচনী এলাকার নলচিড়া বাজার সংলগ্ন মাঠে নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
দলের স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এটাতো একটা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান। তারা তাদের কাজ করবে আপনারা পারলে সহযোগীতা করবেন। দুরে দাড়িয়ে দাড়িয়ে সহযোগীতা করবেন। যে কোন একটা অনুষ্ঠান পেলেই ওটাকে একটা দলীয়করন করতে হবে, দখল করতে হবে, এটা কিন্তু খুব ভালো কিছু না। বিগত হাসিনা সরকার, হাসানানাত সাহেবের আমলে কিন্তু এই সমস্ত কাজের কারনেই তাদের এই পরিনতি হইছে। এ থেকে শিক্ষা গ্রহন করা উচিত আমাদের। আমি আশা করি ভবিষ্যতে এ বিষয়ে আপনারা খুব সতর্ক থাকবেন।
নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সমবায় কিন্তু একটা ব্যাংকের মত। ব্যাংকে যেমন আমানতকারীরা টাকা রাখে, সমবায় সমিতিও কিন্ত ওই রকম, এখানে সমিতির সদস্যরা তাদের আমানত জমা রাখে। কিন্তু ভ‚ল নেতৃত্ব যদি নির্বাচিত করেন তা হলে ওই ভ‚ল কমিটি ভ‚য়া ঋন দিবে তখন আপনার সমিতির সমস্ত তহবিল কিন্তু তছরুপ হয়ে যাবে। অতএব বর্তমান নেতৃত্ব ও ভবিষ্যৎ নেতৃত্বকে সব সময় জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। বিশেষ করে হিসাব নিকাশ প্রতি বছর বছর হিসাব নিকাশ রাখতে হবে। সমিতির সদস্যরা যে টাকা জমা দিয়েছেন সেটা জমা হল কিনা এটা নিয়মিত খবর রাখবেন। সর্বমোট কি পরিমান টাকা জমা আছে। কি পরিমান ঋন দেয়া হল এবং সেই ঋন ঠিকমত আদায় হয়েছে কিনা। দেখা গেল যে টাকা জমা দেয়া হয়েছে যা তার চাইতে অনেক বেশী ঋন অনাদায়ী হয়ে আছে। অনাদায়ী ঋনের পরিমান কত তা জানতে হবে। এই ভাবে যদি সঠিক ভাবে যোগ্য লোককে ঋন দেয়া যায় তা হলে ঋনের টাক কিন্তুা উৎপাদনের কাজে লাগবে। কিন্তু তহবিল তছরুপ করার জন্য, ঋন তছরুপ করার জন্য সমবায় সমিতিকে কেউ যদি ব্যবহার করতে চায় তা হলে কিন্তু এটা খুব ক্ষতি হবে। আর এই কাজ যারা করে তারা কিন্তু প্রথমেই এমপি সাহেবকে খোজে, মন্ত্রী সাহেবকে খোজে আওয়ামী লীগকে খোজে, বিএনপিকে খোজে। অমুক ভাই খোজে তমুক ভাই খোজে। এই সমস্ত কোন রাজনৈতিক নেতার কর্তৃত্ব এই ক্রেডিট ইউনিয়নে থাকবে না। একমাত্র সমিতির সদস্যরা যাদেরকে আস্থাভাজন মনে করবে, অবিভাবক মনে করবে, তাদেরকেই আপনারা নেতা বানাবেন। আর কাউকেই আপনারা মানবেন না। আমার ধারনা হয়েছে আপনাদের এই সমিতির সম্ভাবনাকে আরো বাড়ানো সম্ভব। বাংলাদেশে আপনাদের এই ক্রেডিট ইউনিয়নকে একটি মডেল হিসেবে দাড় করানো যেতে পারে।
নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতি মো. আল মামুন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ফরিদ মিঞা, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইয়্যেদুল আলম খান সেন্টু, নলচিড়া ইউপির সাবেক চেয়ারম্যান গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সেকান্দার আলী মৃধা, নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জামাল হোসেন ফকির, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সরকারি গৌরনদী বিস্ব বিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কে,এম আনোয়ার হোসেন বাদল, নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ হারুন সিকদার।
নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কর্মকর্তা ও সদস্যসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দগন ওই বার্ষিক সাধারন সভায় গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।
এ জাতীয় আরো খবর..