বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর ২০২৪ এথেন্স গ্রীস দূতাবাসে অনুষ্ঠিত হয় এই আয়োজনের উপস্থাপিকা এবং সঞ্চালনায় ছিলেন
প্রথম সচিব : মিস রাবেয়া
বক্তব্য রাখেন মান্যবর রাষ্ট্রদূত
নাহিদা রহমান সুমনা।
প্রকৌশলী চন্দন উদ্দীন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি গ্রীস বি এন পি।
জি এম মোখলেছুর রহমান, সাবেক সভাপতি গ্রীস বি এন বি।
আশরাফ উদ্দিন ঠাকুর টিপু, সাবেক সাধারণ সম্পাদক গ্রীস বি এন পি।
জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস।
জসিম উদ্দিন, সহ সভাপতি, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস।
পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হয় দূতাবাসের পক্ষ থেক । সে সাথে এ আয়োজনকে আন্তরিক অভিনন্দন জানান এথেন্স – গ্রীস বি এন পির প্রতিষ্ঠাতা আহবায়কদের অন্যতম সংগঠক লায়ন দিদার সরদার – মানবাধিকার সংগঠক / সাংবাদিক
Lion Didar Shardar
president
Human for Humanity International Foundation
Hong Hong