নতুন করে বরিশাল বিএনপি দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে হাসি ফিরে এসেছে। দীর্ঘ আড়াই বছরের বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটি কেন্দ্রীয় বিএনপি ভেঙ্গে দেওয়ার পর বেশ কয়েকদিন দলীয় কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের পদচারনা বন্ধ হয়ে যায়।
আজ রোববার (৭) জুলাই নতুন করে সাবেক আহবায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া উদ্দিন সিকদারকে সদস্য সচিব সহ সাবেক ছাত্রনেত্রী ও সাবেক মহানগর বিএনপি আহবায়ক কমিটির একমাত্র নারীনেত্রী আফরোজা খানম নাসরিনকে ১ নং যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড রুহুল কবীর রেজভী।
রাত আটটার দিকে সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার তার অনুগত সমর্থক বিএনপি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ের সম্মুখে অবস্থান করে। এসময় বিএনপির বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ সহ কৃষকদল, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জিয়া উদ্দিন সিকদারকে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় নতুন সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন আগামীতে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে আমাদের সকল ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে সামনের দিকে যেতে চাই।
বিগত আন্দোলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে যারা কাজ করেছে তাদের নিয়েই বরিশাল মহানগর বিএনপি এদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সহ ভোটের অধিকার আদায়ের আন্দোলন আরো বেগবান করব।
এখানে জিয়া আরো বলেন দলের মধ্যে কেহ পদবঞ্চিত না। আজ আমি আছি কাল নাও থাকতে পারি তারপরেও আমরা সবাই বিএনপির সৈনিক।