মঙ্গলবার, ০৮:১৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রোজা উপলক্ষে ৯০০ পণ্যের দাম কমিয়েছে কাতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬৩ বার পঠিত

পবিত্র রমজান এলেই বিভিন্ন ভোগ্যপণের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। তবে ব্যতিক্রম মধ্যপ্রাচ্যের দেশ কাতার। রমজান মাস উপলক্ষে এবারও ৯০০ পণ্যের দাম কমিয়েছে দেশটির সরকার। গত ৪ মার্চ থেকে বিশেষ মূল্যছাড় কার্যকর হয়েছে, যা চলবে রমজান মাসের শেষ অব্দি। খবর পেনিনসুলার।

আগামীকাল ১১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। বিগত বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও রোজার আগেই পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার।

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, রোজা উপলক্ষে ভোক্তাদের কথা বিবেচনা করে ৯ শতাধিক পণ্যে বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। দেশের বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

কাতারে রোজা উপলক্ষে মূল্যছাড় দেওয়া পণ্যগুলোর মধ্যে অন্যতম- রান্নার তেল ও ঘি, আটা, বোতলজাত পানি, বিভিন্ন ফল, ফলের জুস, মধু, মুরগি, রুটি, দুধ, দই ও দুগ্ধজাত পণ্য, টিস্যু পেপার, পরিচ্ছন্নতা উপকরণ, হিমায়িত সবজি, বাদাম, টিনজাত খাবার, পাস্তা, ভার্মিসেলি।

এক বিবৃতিতে কাতারের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারাবিশ্বের মতো কাতারেও খাদ্য ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় রোজায় উপযোগী পণ্যসহ বেশির ভাগ্য নিত্যপণ্য যাতে কিছুটা কম দামে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেজন্যেই এই উদ্যোগ।

রমজান উপলক্ষে ২০২১ সালে ৬৫০টির বেশি পণ্যের দাম কমিয়েছিল কাতার। পরের বছর ২০২২ সালে মূল্যছাড় দেওয়া পণ্যের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০০টিতে।  সর্বশেষ ২০২৩ সালে ৯০০টিরও বেশি পণ্যের দাম কমায় কাতার। চলতি বছরও সমসংখ্যক পণ্যের দাম কমালো জনবান্ধব কাতার সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com