মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির সাতটি জাহাজবিধ্বংসী সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে হামলার পরিকল্পনা করেছিল হুথি। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সেন্টকমের বাহিনী এসব ক্ষেপণাস্ত্র ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় শনাক্ত করে এবং বুঝতে পারে এসব দিয়ে পণ্যবাহী জাহাজ এবং মার্কিন বাহিনীর জাহাজকে লক্ষ্য করা হয়েছিল।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিমাণ বেড়েছে। এর জবাবে হুথিদের ওপর পাল্টা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।