বন্ধুত্বের স্বীকৃতি বটে! উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একটি গাড়ি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি এ গাড়ি পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সোমবার গাড়িটি পৌঁছেছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে। খবর বিবিসির।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, গাড়িটি রাশিয়ায় তৈরি, তবে মডেলটি প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়ার নেতাকে ‘ব্যক্তিগত ব্যবহারের’ জন্য গাড়িটি পাঠানো হয়েছে। রাজধানী পিয়ংইয়ংয়ে সোমবার কিমের বোন কিম ইয়ো জং সহ শীর্ষ সহযোগীরা গাড়িটি গ্রহণ করেছেন।
কেসিএনএন জানিয়েছে, কিম ইয়ো জং বিনয়ের সঙ্গে কিম জং উনের পক্ষ থেকে পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, উপহারটি ডিপিআরকে এবং রাশিয়ার মধ্যে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি স্পষ্টও সেরা নিদর্শন।
কিম জং উন গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া সফর করেন। সে সময় প্রেসিডেন্ট পুতিনের ব্যবহৃত ‘অরাস সেনেট লিমুজিন’ গাড়ির প্রশংসা করেছিলেন কিম। আর তখন পুতিন তার সঙ্গে কিমকে লিমুজিনে উঠিয়ে নিয়েছিলেন।
কিমের বিলাসবহুল গাড়ির একটি বিশাল সংগ্রহ রয়েছে। তাকে মার্সিডিজ-মেব্যাচ এস ৬০০, রোলস-রয়েস ফ্যান্টম এবং লেক্সাস এলএক্স ৫৭০সহ বিশ্বের অনেক দামী মডেলের গাড়িতে চড়তে দেখা গেছে।
এদিকে কিমকে পুতিনের এই গাড়ি উপহার পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন বলে ধারণা করা হচ্ছে। কেননা, উত্তর কোরিয়ায় সব ধরনের ‘পরিবহন যান’ সরবরাহ নিষিদ্ধ করেছে জাতিসংঘ।
পুতিন ও কিম, উভয়েই আন্তর্জাতিক মঞ্চে ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন দুই নেতা। মস্কো ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের শত্রুতে পরিণত হয়েছে এবং উল্টোদিকে উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে।
গত বছর অক্টোবরে কিম রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে পুতিনকে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে ‘রাশিয়ারোধী সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে পুতিনের বিজয় কামনা করেছিলেন কিম।