আসন্ন রমজানে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইসরাইল। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন রমজান উপলক্ষ্যে আকসা মসজিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইসরাইল। পরে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে জিজ্ঞেস করা হলে মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নিরাপত্তার খাতিরে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এ বিবৃতির নিন্দা জানিয়েছে। একইসাথে তারা ফিলিস্তিনিদেরকে সঙ্ঘবদ্ধভাবে ইসরাইলকে প্রতিহত করার আহ্বান জানান।
উল্লেখ্য, আল আকসা মসজিদ পূর্ব ফিলিস্তিনের ওল্ড সিটিতে অবস্থিত। এটি এখন দখলদার ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। প্রথম কেবলা হিসেবে এর গুরুত্ব মুসলমানদের কাছে অপরিসীম। ইহুদিরাও এটিকে পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করে।
সূত্র : আল জাজিরা