বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে বরিশাল নগরীতে মশাল মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির চার নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে।
শনিবার রাত ৮টার দিকে নগরীর বিএম কলেজ মসজিদ গেইট থেকে বের হওয়া মিছিল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলে দাবি বিএনপির।
তবে আটকের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি শহীদ মিনার গেইটের কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া দেয়।
মশাল ফেলে বিএনপির নেতাকর্মীরা ছোটাছুটি করেন। পরে র্যাব ও পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যান।
বিএনপির আফরোজা খানম নাসরিন বলেন, হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা করেন। এতে আমিসহ চারজন আহত হই। অন্য আহতরা হলেন- ছাত্রদল কর্মী আশিক, আমিন ও রেদওয়ান।
মিছিল থেকে পুলিশ ছাত্রদল কর্মী মিজানকে আটক করেছে বলে জানান তিনি।
হামলার অভিযোগ অস্বীকার করে বরিশাল বিএম কলেজের ছাত্রলীগ নেতা ইমরান হাওলাদার বলেন, মশাল মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা একটি অটোরিকশায় অগ্নিসংযোগের চেষ্টা করেন।
তখন তাদের ধাওয়া দেওয়া হয়। পালাতে গিয়ে পড়ে গিয়ে তারা আহত হতে পারেন। আমরা কাউকে মারধর করিনি। ঘটনার পর পুলিশ একজনকে নিয়ে গেছে।
ওসি আনোয়ার হোসেন জানান, তাদের কাছে আটকের কোনো খবর নেই। পেলে জানানো হবে।