ভারতের উজানে ভারী বৃষ্টিপাতে সিকিমে তিস্তা নদীর চুংথাং বাঁধ ভেঙ্গে যাওয়ায় বাংলাদেশে তিস্তায় বড় বড় মাছের সমারোহ ঘটেছে। এক জেলের হাতে ধরা পড়েছে চার মণ ওজনের একটি ডলফিন।
আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের শৌইলমারী চরে শাহজাহান মিয়া নামে এক জেলের হাতে এ ডলফিনটি ধরা পড়ে।
ভারতের বাঁধ ভেঙ্গে যাওয়ায় ডলফিন ছাড়াও বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরেছে জেলেরা।
ডলফিনটি দেখতে আশপাশের উৎসুক মানুষের ভিড় জমেছে জেলে শাহজাহান মিয়ার বাড়িতে। ভালো দাম পেলে এটি বিক্রি করবেন বলেন জানিয়েছেন তিনি।
জেলে শাহাজান মিয়া জানান, তিস্তার পানি বেড়ে যাওয়ায় বড় বড় মাছের সমারোহ ঘটায় তিনি এবং তার দল রাত থেকে তিস্তার শোলমারির চরে মাছ শিকার করছিলেন। হঠাৎ ডলফিনটি তাদের জালে আটকা পড়ে।