বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একদলীয় কর্তৃত্ববাদের বিভিন্ন দেশের আমরা গল্প শুনেছি। কিন্তু সেখানে যে অপরাধ করে তাকেই ধরে। কিন্তু ছেলের অপরাধের জন্য মাকে নির্যাতন করবে কেন?
বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, এই দেশ আর দেশ নেই। এটা এক ভয়ংকর দেশ হয়ে গেছে। ভয়ংকর পরিস্থিতির মধ্যে আমাদের দিনযাপন করতে হচ্ছে। বিজ্ঞানীরা মহাবিশ্বে ব্ল্যাকহোল বলে একটা বিষয়ের কথা বলেন। যার মধ্যাকর্ষণ এত ভয়ংকর যে আলোকেও শুষে নেয়। বর্তমান সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ব্ল্যাকহোলের মতো অদৃশ্য করে দিচ্ছে। মানুষের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকেও অদৃশ্য করে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এমন সংকটে আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের মতো নেতৃত্ব। তিনি আমাদেরকে পথ দেখাতে পারতেন।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।