বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার নতুন করে আবারও জঙ্গি নাটক শুরু করছে। অথচ জঙ্গি নাটক অনেক আগেই শেষ। এখন আর জঙ্গি খেলা চলবে না। এগুলো এখন আর কেউ বিশ্বাস করে না।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর শ্যামলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, বাংলাদেশের জনগণ যখনই কোনো সিদ্ধান্ত নেয়, তখন আর তারা পিছপা হয় না। স্বাধীনতা যুদ্ধ-ভাষা আন্দোলনে পিছপা হয়নি। প্রতিবারই প্রতিপক্ষকে পরাজিত করেছে।
এ সময় তিনি পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিচারক ও সরকারি কর্মকর্তাদের জনগণের প্রতিপক্ষ না হওয়ার আহ্বান জানান।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।