উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে রোববার বিকেলে গাজীপুর মহানগর বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পদযাত্রা শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেন, গাজীপুর মহানগরসহ সারা বাংলাদেশের যে পদযাত্রার শুরু হয়েছে, এভাবে সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা ঘেরাও করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী আদায় করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সদস্যসচিব শওকত হোসেন সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক রাকীব উদ্দিন সরকার পাপ্পু, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিচ, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, সুরুজ আহাম্মদ, মাহাবুবুল আলম শুকুর, আ ক মোফাজ্জল হোসেন, আব্দুর রহিম খান কালা, তানভীর সিরাজ, ইদ্রিস আলী সরকার, প্রভাষক বশির উদ্দিন, খন্দকার আলী হোসেন, মহানগর যুবদল আহ্বায়ক, মোঃ সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন, সদস্যসচিব মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ আব্দুর রহিম মাতাব্বর, বিএনপি নেতা মোঃ আক্তার হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, কৃষকদল মহানগর আহ্বায়ক, মোঃ আতাউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মইজুদ্দিন তালুকদার, মহানগর উলামা দল আহ্বায়ক মোস্তফা জামাল খোকন, মহানগর উলামা দল সদস্য সচিব মোঃ খোকন বিশ্বাস, মহানগর ছাত্রদল সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিরন প্রমুখ।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার,গাজীপুর।
২৮-০৫-২০২৩ ইং