চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ জনে।
ফায়ার সার্ভিসের কুমিল্লা জোনের সহকারী পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুটা ডেডবডি পাওয়া গেছে। দুইটা লাশের মধ্যে একজনের পাশে ফায়ার সার্ভিসের পিপি পাওয়া গেছে। আরেকজনের পাশে ছিল সিকিউরিটি গার্ডের ড্রেস। এতে ধারণা করছি, একটা ডেডবডি আমাদের সহকর্মীর হবে। আরেকজন সিকিউরিটির হতে পারে। ডিএনএ টেস্টের পর চূড়ান্ত হওয়া যাবে।
এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। আগুনে পুড়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ নিহত হয়েছেন ৪১ জন।
অবশ্য চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্থানীয় সিভিল সার্জনের কার্যালয় গত রোববার রাতে মৃত মানুষের সংখ্যা ৪৯ বলেছিল। গতকাল তারা বলেছে, গণনার সময় ভুল হয়েছিল, নিহত মানুষের প্রকৃত সংখ্যা ৪১ হবে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য, ডিপোর কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ দুই শতাধিক।