আমরা নারী বড়ই ধন্য,
একমাত্র পুরুষের মহানুভবতার জন্য।
জন্মের পর বাবা দেয় মেয়ের মুখে অন্ন,
বিয়ের পর স্বামী দেয়,স্ত্রীর মুখে অন্ন।
একটা সময়ের পর ছেলে দেয় মায়ের মুখে অন্ন,
ধন্য সকল নারী আমরা ধন্য
পুরুষের নিঃস্বার্থ ভালোবাসার জন্য।
অধিক যত্নে দ্বায়িত্ব পালন করে পুরুষ,
চায় না প্রতিদান।
জগৎ জুড়ে পুরুষের মতো আছে কে এত আদর্শবান
পুরুষ মানুষ গাছের মতো ছায়া দিয়ে রাখে,
মরার পরও লাশের ঘাঁটিয়া কাঁধে তুলে হাঁটে।
পুরুষের অবদান আজ স্বীকার করে যাই
সত্যি, পুরুষ বিনে নারী জাতির কোনো মূল্য নাই।