বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো দফা নেই। সরকার আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে গেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রমাণ দিয়েছে।’
শনিবার বিকেলে লালমনিহাট কালেক্টর মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূলের ঊর্ধ্বগতিসহ-১০ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি কখনোই নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না এবং আর কোনো পাতানো নির্বাচন করতে দিবে না। আমাদের আর কোনো দাবি নেই।’
এ সময় তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও সমালোচনা করেন।