স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি দলীয়ভাবে কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। কিন্তু মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের ছেলে শাহ নূরইসলাম রনি। তার বাবা নূরুল ইসলাম সরকার শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ডের মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামী। অপরদিকে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকারের ভাতিজা। জমাদানের শেষদিন ২৭ এপ্রিল বৃহষ্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় রনি সাংবাদিকদের বলেন, ‘আমি বিএনপি পরিবারের সন্তান। আমার চাচা, বাবা সবাই বিএনপি করেন। আমি ইতোমধ্যে অনেক উঠোন বৈঠক করেছি। তৃণমূল নেতাকর্মীদের সমর্থন পেয়েছি। যার কারণে আমি স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে নির্বাচন করব।’
‘আমার চাচা হাসান উদ্দিন সরকার এই গাজীপুরের রূপকার। আমার বাবা বিএনপি করার কারণে প্রতিহিংসার শিকার হয়ে ১৮ বছর ধরে কারাগারে বন্দি। বাবা-চাচার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পরিবারের সদস্যদের ও সাধারণ মানুষের মতামত নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। দলীয়ভাবে নির্বাচনে না আসলেও আমার সাথে বিএনপির সমর্থন রয়েছে।
‘আমি যেহেতু বিএনপি পরিবারের সন্তান, এজন্য বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি আমার সঙ্গে সবাই থাকবে। আমার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থী আজমত উল্লা খানের সঙ্গে।’
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
২৭/০৪/২০২৩ ইং।