স্টাফ রিপোর্টার, গাজীপুর : আইপিএল নিয়ে জুয়া খেলার পাওনা টাকা চাওয়ায় ঈদের আগের দিন হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং গলা কেটে দোকান কর্মচারী এক যুবককে খুন করেছে তার বন্ধু। এলাকাবাসী নিহতের ওই বন্ধুকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার সন্ধ্যায় মহানগরীর পূর্ব মারিয়ালী নাওভাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক বন্ধুকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম আল আমিন (৩৮)। সে জামালপুর জেলার বকশিগঞ্জ থানার কল্কিহারা গ্রামের আমিরুল হকের ছেলে। গ্রেফতারকৃতের নাম মোঃ রাসেল (২৪)। সে ব্রাক্ষনবাড়িয়া জেলার বিজয়নগর থানার বীর পাশা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
জিএমপি’র সদর থানার ওসি জিয়াউল ইসলাম ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীরর সদর থানার জয়দেবপুর এলাকায় একটি দোকানে চাকুরী করতো আল আমিন। গত কয়েকদিন ধরে তার সঙ্গে বন্ধু রাসেলের সঙ্গে আইপিএল নিয়ে জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে মতবিরোধ চলে আসছিল। আল আমিন জুয়া খেলার পাওনা নয় হাজার টাকা রাসেলের কাছে চাইলে আল আমিনের উপর ক্ষুব্ধ হয় সে। শুক্রবার জুম্মা নামাজের পর ওই টাকা দেওয়ার কথা বলে স্থানীয় পূর্ব মারিয়ালী নাওভাঙ্গা এলাকার জনৈক সাইফুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া মোহাম্মদ আলীর ঘরে মোবাইল ফোনে ডেকে আল আমিনকে নেয় রাসেল। এসময় তাদের মধ্যে বাক বিতন্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রাসেল হাতুড়ি দিয়ে আল আমিনের কপালে সজোরে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে আল আমিন। পরে বটি দিয়ে তার গলা কেটে খুন করে রাসেল। এতে ঘটনাস্থলেই নিহত হয় আল আমিন। এসময় স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে আসতে থাকলে রাসেল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা রাসেলকে আটক করে ওই ঘরে গিয়ে আল আমিনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে রাসেলকে আটক ও হত্যাকান্ডে ব্যবহৃত বটি দা’ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।
###