রাজধানীর মতিঝিল এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ রাসেল ফরাজী (৩৩)’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক ফারজানা হক বলেন , ”রাজধানীর মতিঝিল এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী ১। মোঃ রাসেল ফরাজী(৩৩), পিতা-মোঃ আজাহার ফরাজী, সাং-৯৫ ডুমরী তলা, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর’কে গত ১৫/০৪/২০২৩ তারিখ ১৫২৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।”
অধিনায়ক জানান, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর কলাবাগান থানায় ২০১৪ সালের ১ টি মাদক মামলা রয়েছে। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২২ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।