শনিবার, ১১:৪৩ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ফের উত্তপ্ত বাউফল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫০ বার পঠিত

পটুয়াখালীর বাউফলে সংঘর্ষের জের কাটতে না কাটতেই আজ মঙ্গলবার আবারও পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে সংসদ সদস্য আ স ম ফিরোজের পক্ষ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার পক্ষ।

এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এর আগে গত শুক্রবার শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ হয়েছিল। এতে মোতালেব হাওলাদারসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

আবদুল মোতালেবের অনুসারীরা মোতালেবের ওপর হামলার প্রতিবাদে আজ সকাল ১০টায় বিক্ষোভ মিছিল করবেন বলে জানা গেছে। উপজেলা সদরের কাগুজিরপুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবন চত্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এই কর্মসূচির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তালুকদার মো. জাহাঙ্গীর স্বাক্ষরিত চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন ও বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনকে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তালুকদার মো. জাহাঙ্গীর বলেন, ‘আ স ম ফিরোজের গুন্ডা বাহিনী দ্বারা আমাদের নেতা মোতালেব হাওলাদারের ওপর হামলার প্রতিবাদে আমরা কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে আমরা বিক্ষোভ মিছিল করব। এ ছাড়া গত শনিবার বগা ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছি।’

এদিকে আজ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ স ম ফিরোজের অনুসারীরা উপজেলা সদরসহ ইউনিয়ন পর্যায়ে শান্তি মিছিলের ঘোষণা দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান স্বাক্ষরিত এক চিঠি গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, ‘সরকারের ধারাবাহিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে বিএনপি-জামায়াত। পবিত্র রমজান মাসে বাজার অস্থিতিশীল করার অপরাজনীতির বিরুদ্ধে বাউফল উপজেলা আওয়ামী লীগ কর্তৃক দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।’ এই কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে উপজেলা সদরের আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে উপজেলার কাগুজিরপুল এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে ওসি আল মামুন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনও আল আমিন বলেন, ‘দুই পক্ষের চিঠি পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com