রাজধানীর বসুন্ধরা গেট-সংলগ্ন ‘এলডোরাডো’ নামের একটি ফ্ল্যাগশিপ রেস্টুরেন্ট সোমবার দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রাতেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা জানা যায়নি। তবে অন্তর্ঘাতমূলক কোনো কিছু থাকতে পারে বলে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ আশঙ্কা করছেন।
প্রতিষ্ঠানটির মালিক আজিজুর রহমান রুবেল এই মুহূর্তে উমরাহ করতে সৌদি আরব রয়েছেন। তিনি একটি ভয়েস ম্যাসেজে বলেছেন, ‘প্রতিষ্ঠানে কোনো শর্টসার্কিট হয়নি, কোনো গ্যাস লিক করেনি। গ্যাসের লাইন প্রত্যেকটি চুলা থেকে আলাদা করা ছিল। ফায়ার সার্ভিসের লোকজন কোনো কারণ উদ্ধার করতে পারেনি। আশেপাশের কোনো রেস্টুরেন্টের কোনো ক্ষতি হয়নি। আমি আশঙ্কা করছি এর পেছনে নিশ্চয় কোনো ষড়যন্ত্র রয়েছে।’
‘এলডোরাডো’র ঢাকার বসুন্ধরা গেট, গুলশান ও শেফ’স টেবিলে তিনটি শাখা রয়েছে। আগামী মাসেই সিলেটে নতুন ব্রাঞ্চ উদ্বোধন করার কথা ছিল।