প্রগতি সরণিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানাকে চাপা দেয়া বাসের চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে ভাটারা থানার পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার আবদুল আহাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল দুপুর পৌনে ১টায় প্রগতি সরনিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি।
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার আবদুল আহাদ বলেন, বাসটিকে গতকালই ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। বাসের চালক ও তার সহযোগী গতকাল পালিয়ে গিয়েছিলেন। আজ তাদের গ্রেফতার করা হয়। যাচাই-বাছাই করে দেখা গেছে, চালকের লাইসেন্স ছিল। বাসটির ফিটনেসও ঠিক ছিল।
নাদিয়া নিহত হওয়ার ঘটনায় তার বাবা জাহাঙ্গীর হোসেন গতকাল সড়ক পরিবহন আইনে মামলা করেন। এই মামলায় লিটন ও খায়েরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।