প্রিয় সাহিত্যপ্রেমী সকল কবি, লেখক, আবৃত্তিকার,ছড়াকার, পাঠক, সদস্য আপনাদের জন্য আনন্দ সংবাদ, আগামি ২২শে ডিসেম্বর, বৃহস্পতিবার,২০২২ইং তারিখ দুপুর ০২ টায় বাংলাদেশ শিল্পকলাএকাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবনের ২ য় তলার হল রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কবি পরিষদ (জাকপ) এর জাঁকজমকপূর্ণ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কবি লেখক আবৃত্তিকার, ছড়াকার ও গায়ক গায়িকারা। এ ছাড়া ভারতীয়সহ বিদেশি কবিবন্ধুরা।আপনারা সবাই সাদরে অনুষ্ঠানে আমন্ত্রিত। সবাইকে সবান্ধব নিমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। সকল কবি, লেখক, পাঠক, সাহিত্যপ্রেমীদের উক্ত অনুষ্ঠানে সক্রিয়-সপ্রতিভ উপস্থিতি কামনা করছি।
অনুষ্ঠানস্থলঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবনের ২য় তলার হল রুম। সেগুনবাগিচা , ঢাকা।
অনুষ্ঠান দিনঃ ২২-১২-২০২২ইং, বৃহস্পতিবার।
অনুষ্ঠান সময়ঃ দুপুর ০২ টা থেকে রাত ১০টা।
অনুষ্ঠানসূচীঃ
# পবিত্র কোরআন তেলাওয়াত,গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটকপাঠ।
# দাঁড়িয়ে সমবেত জাতীয় সংগীত এবং প্রধান অতিথি দ্বারা অনুষ্ঠান উদ্বোধন।
# জাতীয় কবি পরিষদ (জাকপ) এর সাংগঠনিক বক্তব্য পেশ।
# আবৃত্তিকারদের দ্বারা ও কবিদের স্বকন্ঠে কবিতা আবৃত্তি।
# কবি ভবনের দাবিতে ভ্যানার,ফেসৃটুনসহ কবিবন্ধন।
# লেখকশ্রেণীর নিজস্ব ভবন দাবি নিয়ে আলোচনা,স্বাক্ষর ও মতামত সংগ্রহকরণ।
# কবি লেখক আমন্ত্রিত সম্মানিত অতিথিদের মাঝে ফুল ও জাকপ উত্তরীয় প্রদান।
#’ পয়মন্ত প্রথমা’,’ কাব্যলোকে চন্দ্রদ্বীপ’ জাকপের এ দুটো কবিতা সংকলণ ও অন্যান্য কবি লেখকদের বইয়ের মোড়ক উম্মোচণ ও পাঠ উম্মোচণ পূর্বক বইগুলো বিতরণ।
# অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্য।
# নির্বাচিত আবৃত্তিকাদেরকে জাকপ সম্মাননা প্রদান।
# সাহিত্যে ও স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য অতিথিদের বিশেষ জাকপ সম্মাননা ক্রেস্ট প্রদান।
# নির্বাচিত সাপ্তাহিক এবং মাসিক কবিদের সনদ প্রদান।
# জাকপ সেরা পাঠকদের সনদ প্রদান।
# জাতীয় কবি পরিষদ (জাকপ) এর নির্বাচিত এডমিন ও মোডারেটরদের সম্মাননা প্রদান।
# গুণীজনদের সম্মাননা প্রদান।
# কালজয়ীদের মরণোত্তর সম্মাননা প্রদান।
# সমমনা ভ্রাতিপ্রতিম সংগঠনকে জাকপ সম্মাননা প্রদান।
# সাংস্কৃতিক অনুষ্ঠান।
# জাকপের জন্মদিন এর শুভেচ্ছা গ্রহন এবং কেক কাটা।
# সবার জন্য সার্বক্ষণিক চা-কফি ও রাতের খাবারের প্যাকেট বিতরণ।
# সভাপতির বক্তব্য এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা।
উক্ত অনুষ্ঠানে সবার সবান্ধব উপস্থিতি আমাদের একান্ত কাম্য।
শুভেচ্ছান্তে,
টিপু রহমান
প্রতিষ্ঠাতা পরিচালক
জাতীয় কবি পরিষদ,(জাকপ) ।