অফিস শেষে ক্লান্ত শরীর মন নিয়ে যখন বাসায় ফিরি, ইচ্ছে করে অতি সন্তর্পণে দরোজা খুলে পা টিপে টিপে বাসায় ঢুকি। একটি অতি আকাঙ্ক্ষিত মূহুর্ত উপভোগ করার জন্য।
“মা আসছো?”– কন্যা তার রুম থেকে জিজ্ঞেস করে। “হুম আসছি কিন্তু তুমি কেমনে বুঝলা?”– আমি বললাম। একটা পবিত্র হাসি দিয়ে কন্যা বলল, “তোমার পারফিউমের গন্ধে বুঝছি”!! এরমধ্যে স্কুলের একপশলা গল্প করে ফেলে। টিচারদের আপডেট জানায়। তারপর আমাকে ও তার বাবাকে খেতে দেয়। খাবার টেবিলে বসে ওর চলনবলন দেখি আর ভাবি –আমার ঘরে কন্যা আছে। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ।
Mili Sultana
Journalist, Online Activist.
Writer Freelance Journalist
New York – USA