জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শনিবার (২৯ জুলাই) দিনটিকে ‘হাওয়া’ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। তার অভিনীত ‘হাওয়া’ মুক্তির পর সিনেমাপ্রেমীদের প্রশংসার জোয়ারে ভাসতে থাকে সিনেমাটি। যার রেশ কাটেনি এখনও।
তবে হঠাৎ কেন এই দিবসের ঘোষণা দিলেন চঞ্চল? সেই বিষয়টি অভিনেতা নিজেই তার ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে এক স্ট্যাটাসের মাধ্যমে খোলাসা করেছেন।
পোস্টের ক্যাপশনে চঞ্চল লিখেছেন, এক বছর আগে ‘হাওয়া’ এসেছিল, এদিন মুক্তি পেয়েছিল ‘হাওয়া’। আজ ‘হাওয়া’ দিবস।
এই পোস্টের মাধ্যমে চঞ্চল বোঝাতে চেয়েছেন ২০২২ সালের ২৯ জুলাই ‘হাওয়া’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আজ সিনেমাটি মুক্তির এক বছর পূর্ণ হয়েছে।
পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।