দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি নির্ধারণে বিশিষ্টজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার সুশীল সমাজের সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকে সুশীল সমাজের ৪০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হবে।
এর আগে গত ১৩ মার্চ কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন দেশের শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ করে। ওই সংলাপে ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে মাত্র ১৩ জন সংলাপে অংশ নেন।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনারসহ কমিশনের কর্মকর্তারা অংশ নেবেন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, “দ্বিতীয় দফার এই বৈঠক মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হবে।”
সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে কাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে জানতে চাইলে গণমাধ্যমকে অশোক কুমার দেবনাথ বলেন, “সব শ্রেণির প্রতিনিধিই রয়েছেন। তারা প্রমিনেন্ট।”
গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ ফুরানোর পর ২৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও মো. আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। নবগঠিত কমিশন ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে পরদিন থেকে নির্বাচন ভবনে অফিস শুরু করে।