সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন বাঁশ ও লাঠির মাথায় পতাকা বেঁধে আমাদের ভয় দেখাতে চায়। তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু সরকার তাদের এ কর্মকাণ্ডে উসকনি দেবে না’।
বিএনপিকে উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, ‘২০১৩-১৪ এর মতো সহিংসতা করতে চাইলে তার সমুচিত জবাব দেওয়া হবে। আপনারা খেলতে চান, আসুন মাঠে। রাজপথের যে মোকাবিলা বিএনপির এখানে চ্যালেঞ্জ করার কিছু নেই। ডিসেম্বর আসুক, আমরা মাথা গরম করবো না, আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি।’
সেতুমন্ত্রী বলেন, ‘আইন করেছি ৩ চাকার গাড়ি মহাসড়কে চলবে না, কিন্তু কে শোনে কার কথা। আমি এক পথে যাই, খবর পাই, তখন সব ক্লিন। আবার আমি যখন রাস্তা অতিক্রম করি, আবার সেই পুরোনো চিত্র। দুর্ঘটনার সংখ্যা আগের চেয়ে কমলেও মৃত্যুর হার বাড়ছে। এটা হলো বাস্তবতা, অস্বীকার করে লাভ নেই। আজ এত স্থাপনা সারা বাংলাদেশে, এত আন্ডার পাস, ওভার পাস, মেট্রোরেল, পদ্মা সেতু, টানেল সবই হচ্ছে, তারপরও শৃঙ্খলা কেন নেই? শৃঙ্খলা না থাকলে সাফল্য ম্লান হয়ে যাবে। উন্নয়নের অবকাঠামো, এতো সাফল্য সব ম্লান হয়ে যাবে যদি আমরা সড়কের শৃঙ্খলা রক্ষা করতে না পারি।’