বৃহস্পতিবার, ০২:৪৪ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মালয়েশিয়ায় ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৪৬ বার পঠিত

দৈনন্দিন কর্মব্যস্ততার পাশাপাশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উজ্জীবিত করতে ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ১৬টি দলের ৩১টি ম্যাচের এই ইনডোর ফুটবল টুর্নামেন্ট চলতি জুলাই মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক ইয়ুথ বেঙ্গল ক্লাবের সদস্য, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আলী হায়দার মিতু।

সংবাদ সম্মেলনে ১৬ ও ১৭ জুলাই টুর্নামেন্টের তারিখ ঘোষণা করা হয়।

এতে লিখিত বক্তব্যের মাধ্যমে জানানো হয়, প্রতি দলে ১০ জন খেলোয়াড় থাকলেও মাঠে নামবে ৬ জন। কুয়ালালামপুরের স্তেপাকে কেএসএল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ খেলা বিনামূল্যে দেখার সুযোগ পাবেন সকল প্রবাসীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা। এ সময় এক প্রশ্নের জবাবে ইয়ুথ বেঙ্গল ক্লাবের পক্ষে দুলাল আহমেদ বলেন, প্রবাসীদের মাঝে ইতোমধ্যে দারুণ সাড়া ফেলেছে এ টুর্নামেন্ট। আশা করি এটি উপভোগ্য হবে।

পবিত্র ঈদ উল আজহার পর অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের মাধ্যমে মালয়েশিয়া-প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা করেন আয়োজক মোস্তফা ইমরান রাজু।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইয়ুথ বেঙ্গল ক্লাবের সদস্য ইমতিয়াজ আবির, নাহিদ, মবিন, নিজামসহ অনেকে। এ সময় চূড়ান্ত বাছাইয়ে নির্ধারিত ১০টি দলের ক্যাপ্টেনকে পরিচয় করিয়ে দেয়া হয়।

১৬ দলের এ টুর্নামেন্টে টাইটেল স্পন্সর কে এম কার্গো, ট্রাভেল পার্টনার হিসাবে আছে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেল এবং মুক্তিযোদ্ধা ডা: আবুল কালাম স্পোর্টিং ক্লাব, মরজাল।

সংবাদ সম্মেলনে কে এম কার্গোর স্বত্বাধিকারী কে এম ফাহাদ, এনজেড-এর পরিচালক মুন্না এবং আবুল কালাম স্পোর্টিং ক্লাবের পরিচালক ডা: আবুল কালাম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জাহিদ হোসেন টিপু, রাশেদ বাদল, জসিম উদ্দিন চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন লিটন, শেখ আসাদুজ্জামান খান মাসুমসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com