বৃহস্পতিবার, ০১:০০ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মাদক মামলায় বাসচালক ও সুপারভাইজারের যাবজ্জীবন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৬৩ বার পঠিত

সিরাজগঞ্জে ৮৫৬ গ্রাম হেরোইন রাখার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর মধ্যপাড়া মহল্লার লিটন হোসেন এবং শিবপুর এলাকার সোহাগ আলী। তাদের মধ্যে সোহাগ ছিলেন রিফাত পরিবহন বাসের চালক এবং লিটন ছিলেন  সুপারভাইজার।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদস্যরা নাটোর থেকে আসা ঢাকাগামী রিফাত পরিবহন বাসে তল্লাশি করেন। এ সময় বাসটির চালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বাসের বাংকার থেকে চায়ের প্যাকেটে রাখা ৮৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আসামি করে সলঙ্গা থানায় মামলা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম দেলোয়ার হোসেন মন্টু।

facebook sharing button
twitter sharing button

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com