সরকার খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘বেগম জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হলে সেটা প্রমাণ হয়ে যাবে। এই জন্যই বর্তমান অবৈধ সরকার খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। কিন্তু আজ না হয় কাল এই সত্য প্রমাণিত হবেই।’
শুক্রবার বরিশালে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ অভিযোগ করেন মির্জা আব্বাস। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, পুলিশি জোড় দিয়ে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। এতই জনপ্রিয়তা থাকলে ভোটের মাঠের লড়াইয়ে আসারও আহবান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, এদেশে আওয়ামী লীগ ছিল না, ছিল বাকশাল-এর একদলীয় শাসন । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের জন্য আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার তৈরী করে দিয়েছিল বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। বিভাগীয় সমাবেশ করতে বাধার অভিযোগ তুলে মির্জা আব্বাস আরও বলেন, ‘বরিশালে এবার আসার সঙ্গে সঙ্গেই ধাক্কা খেয়েছি। বিভিন্ন সময় বরিশালে এসেছি, তবে এমন ধাক্কা খাইনি। প্রথমে শুনলাম, আমাদের সমাবেশ করার জায়গা দেওয়া হবে না। পরে শুনলাম, নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। মঞ্চ দুইবার করা হয়েছে। একবার ঈদগাহ মাঠে, তারপর রাত ১২টায় আবার তা খুলে জিলা স্কুল মাঠে। নির্ঘুম রাত কাটাতে হয়েছে। এমন অত্যাচার কোথাও দেখিনি। যারা স্বাধীন মাটিতে কথা বলতে দেয় না, তারা কারা?’
নগরের জেলা স্কুল মাঠে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমাবেশ চলে। বরিশাল বিভাগের ছয় জেলা-উপজেলা এবং নগরের ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। মাঠ ভরে গিয়ে আশপাশের সড়কেও বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। সমাবেশ চলাকালে জলকামানসহ বিপুল সংখ্যক পুলিশ জেলা স্কুল-সংলগ্ন সড়কে অবস্থান করে। এ ছাড়া নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসভাপতি ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর-উত্তম), যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, ‘আরেকটি গণআন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য সবার আগে নিজেদের মধ্যে সমন্বয় ও ঐক্য দরকার।’