শিক্ষা জাতীয়করণ এবং বৈষম্যহীন-বিজ্ঞানমনস্ক-অসাম্প্রদায়িক ও একমুখী শিক্ষা ব্যবস্থার স্লোগান নিয়ে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) বরিশাল জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আজিজুর রহমান।
উপাধাক্ষ মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আকমল হোসেন, অধ্যক্ষ মো. জলিলুর রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আনিসুর রহমান ও অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যাপক আব্দুস ছালাম, অধ্যাপক মনিরুজ্জামান শাহীন, অধ্যাপক দেবশীষ চক্রবর্তী, অধ্যাপক রেখা খানম, অধ্যাপক কমলা চৌধুরী, উপাধাক্ষ জাকির হোসেন, অধ্যাপক বাদল বিশ্বাস, অধ্যাপক আফজাল হোসেন, অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন ও অধ্যাপক বিপ্লব দাশ প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথিসহ অন্যান্যরা একটি অসম্প্রদায়িক বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম জোড়দার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।