বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সেন্ট্রাল অক্সিজেন লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে বলে গুঞ্জন উঠেছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এ ঘটনা ঘটে। পরে রোগীদের পাশের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
মৃত্যু রমনী দাস (৬৫ ) বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আতঙ্কে রোগীর মৃত্যুর গুঞ্জন সঠিক নয়। কেননা ঘটনার প্রায় ২০ মিনিট পরে মৃত্যু হয়েছে ওই রোগীর।
তা ছাড়া তার অবস্থা এমনিতেই আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা শেবাচিম হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিমা আক্তার।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই হাসপাতালের পশ্চিম পাশের দ্বিতল ভবনে সিসিইউতে চার নম্বর বেডের ওপরে অক্সিজেন সঞ্চালন বক্স বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে সিসিইউসহ হাসপাতালের অন্যান্য ওয়ার্ডগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীরা প্রাণ রক্ষায় এদিক-ওদিক ছোটাছুটি করে হাসপাতালের সামনে নিরাপদ স্থানে আশ্রয় নেন।