স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্বামীসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ময়না বেগম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মৌতলা গ্রামের আরিফ মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশনের জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্যরা তাকে নিয়ে সাতক্ষীরার বাড়ি থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ময়না বেগমের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সে থাকা তার স্বামীসহ আরও তিনজন আহত হন।
এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। আর দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সচালক পলাতক রয়েছেন বলেও জানান ওসি।