প্রতি বছরের মতো এবারো পবিত্র রমজানে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবি নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
আজ সোমবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তারা বিশিষ্ট নাগরিক ও পেশাজীবি নেতৃবৃন্দের সাথে ইফতার করবেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে প্রতি বছর তিনি বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সাথে ইফতার করতেন।