কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডোর ওপর বেজায় চটেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শি রাগান্বিতভাবে ট্রূডোকে তিরস্কার করেছেন। পূর্বের বৈঠকের বিস্তারিত সবকিছু কানাডার কর্মকর্তারা মিডিয়ায় শেয়ার করায় ক্ষুব্ধ হন শি।
ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনের ফাঁকে কথা বলেছেন শি ও ট্রুডো। সেই কথোপকথনের একটি ভিডিওতে শিকে ‘বিরক্ত’ দেখা যায়। এতে বলা হয়েছে, দুই নেতার মধ্যে পূর্বের আলোচনার বিস্তারিত মিডিয়ার সঙ্গে শেয়ার করা ঠিক হয়নি বলে শির পক্ষ থেকে বলা হয়েছে।
এদিকে ট্রুডো বলেন, কানাডায় আমরা একটি অবাধ, খোলামেলা এবং স্পষ্টভাষী সংলাপে বিশ্বাস করি। আমরা একসঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে থাকব, তবে এমন কিছু থাকবে যা নিয়ে আমরা দ্বিমত করব।