থাইল্যান্ডের ভূখণ্ডে দুটি রকেট হামলা চালিয়েছে পার্শ্ববর্তী দেশ কম্বোডিয়া। এই হামলায় ১২ বছরের এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের একটি গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয়। এই ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সীমান্তবর্তী ৮৬টি গ্রামের ৩০ থেকে ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইতিমধ্যে এই হামলার জবাব দিয়েছে থাইল্যান্ড। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান কম্বোডিয়ায় গুলিবর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যস্থল ধ্বংস করেছে।
এক থাই সামরিক কর্মকর্তা জানিয়েছেন, কম্বোডিয়ার সঙ্গে সব সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিচ্ছে থাইল্যান্ড।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে বলেছে, থাইল্যান্ড সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে, তারা ভারী অস্ত্র ব্যবহার করছে এবং জোরপূর্বক কম্বোডীয় ভূখণ্ড দখল করতে বিমান হামলা চালাচ্ছে।