কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের গোরস্তানে পাশাপাশি খোঁড়া হয় ৪টি কবর। কবরগুলো প্রস্তুত করতে তদারকি করছেন স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল ইসলাম।
তিনি বলেন, ‘নাটোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। আজ সকাল ১০টার সময় ৪ জনকে পাশাপাশি ৪টি কবরে দাফন করা হয়। একসঙ্গে পাশাপাশি ৪ জনকে কবর দেওয়ার ঘটনা ধর্মদহ গ্রামে আগে কখনো ঘটেনি।’
উল্লেখ্য, গতকাল বুধবার ভোরে মাইক্রোবাসে সিরাজগঞ্জে অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৮ আরোহীর ৫জন ঘটনাস্থলেই নিহত হন। পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন ধর্মদহ গ্রামের জাহিদুল ইসলাম (৬৬), জাহিদুলের স্ত্রী সেলিনা খাতুন (৫৫), শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন ওরফে আন্না (৫৫), মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫), স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে মাইক্রোবাসের চালক সাহাব উদ্দীন (৪২), প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি আরা খাতুন (৪৫), মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমান আরা (৭০) ও ভোলার দাড় গ্রামের শুকুর আলীর স্ত্রী শিমা খাতুন (৪০)। তাঁদের মধ্যে জাহিদুল, শহিদুল ও মিজানুর একে অপরের চাচাতো ভাই। আঞ্জুমান, শিমা ও ইতি আরা জাহিদুলের নিকটাত্মীয়।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, জাহিদুলের ছেলে সোহানুর রহমান কুয়েতপ্রবাসী। সোহানুরের স্ত্রী সাফিয়া বেগম সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে জাহিদুল ইসলাম স্বজনদের নিয়ে মাইক্রোবাসে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। পথে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই মিজানুর রহমান তার স্বজনদের নিয়ে নাটোরে যান।
মিজানুরের স্বজন ও ধর্মদহ গ্রামের বাসিন্দা আনিসুর রহমান জানান, নিহতের মধ্যে আনোয়ারা খাতুন তার বেয়াইন। খবর শোনার পর বেয়াই মিজানুর রহমান নাটোরে চলে গেছেন। বাড়ির লোকজন কান্না করছেন। নিহত প্রায় সবার বাড়ি পাশাপাশি।
স্বজনেরা জানান, একই পরিবারের সাতজন মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহত ব্যক্তিদের বাড়িতে প্রতিবেশি ও আশপাশের গ্রামের বাসিন্দারা ভিড় করতে থাকেন। অনেকের চোখে পানি দেখা যায়। জাহিদুল ইসলাম (৬৬), সেলিনা খাতুন (৫৫), আনোয়ারা খাতুন আন্না (৫৫) ও আনোয়ারা খাতুনকে (৫৫) একই কবরস্থানে পাশাপাশি ৪টি কবরে দাফন করা হবে। এ জন্য ৪টি কবর প্রস্তুত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, ‘এই গ্রামে এমন মর্মান্তিক মৃত্যু আর কখনো হয়নি। নিহতদের পরিবারের সদস্যরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মন থেকে দোয়া করি, মহান আল্লাহ তাদের বেহেশত নসিব করুন।’
এই দিকে নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক মহির উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এই ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।