জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সংবাদ সম্মেলন করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীর ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ উঠে। এদিন সকাল ৯টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হকিস্টিক, রড, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ হামলা চালায় বলে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে জানা গেছে।