সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে ভোটগ্রহণ শুরুর পরপরই ভোট দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) নিজাম উদ্দিন কায়সার।
সকাল সাড়ে ৮টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের চার নম্বর বুথে ভোট দেন কায়সার ও তার কিছু সময় পর একই কেন্দ্রের এক নম্বর বুথে ভোট দেন রিফাত।
ভোট দেয়া শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ছয়টি বুথ রাখা হলেও এখন তিনটি দেখা গেছে। ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সুষ্ঠু ভোট হলে আমার জয় নিশ্চিত।’
অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী রিফাত বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।’