আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে বিএনপি। ঘোলা পানিতে মাছ শিকার করাই দলটির উদ্দেশ্য। আজ শুক্রবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে এমন অভিযোগ করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি। অথচ, তখন সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া বলেছিলেন, গ্রেনেড নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন। এ বক্তব্য কোন সভ্য দেশের নেতার বক্তব্য ছিল? প্রধানমন্ত্রীর বক্তব্যের বিএনপি মহাসচিবের সমালোচনার প্রেক্ষিতে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল কারিগর যারা, যারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করল, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করলেন, তাদের দলের চেয়ারপারসন বেগম জিয়ার জন্য মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে কোনো দণ্ডিত, সাজাপ্রাপ্ত আসামি এ ধরনের কোনো সুযোগ পেয়েছেন কি? অথবা তাদের শাসনামলে বিরোধী দলের কেউ এমন সুযোগ পেয়েছেন, এ ধরনের কোনো নজির তারা দেখাতে পারবেন কি?