আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, এ জন্য তাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বাংলাদেশের সংবিধানকে কেটে ছিঁড়ে আওয়ামী সংবিধানে পরিণত করেছে এ সরকার। আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় বসেছে, আগামীতেও একই কায়দায় ক্ষমতায় বসার পরিকল্পনা করছে।
বিএনপির এ নেতা বলেন, দেশ আজ দিন দিন খারাপের দিকে অগ্রসর হচ্ছে। এ থেকে উত্তরণে সরকারকে পদত্যাগ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।