ভারতে নতুন করে করোনার ভয়াবহতা বাড়ছে। কয়েক মাস পর আবারো দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ২০ হাজারের গণ্ডি। একইসাথে বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর হার। বিশেষজ্ঞদের মতে, আতঙ্কের পরিবেশে মানুষ যদি সচেতন না হয়, তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে।
বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৩৯ জন। যা আগের দিনের থেকে অনেকটা বেশি। বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা এক লাখ ৩৬ হাজার ৪৩ জন। যা বুধবারের চেয়ে তিন হাজার ৬১৯ জন বেশি। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলোর মধ্যে রয়েছে কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ।
উদ্বেগ বাড়িয়ে ভারতে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছে ৩৮ জন। এ সংখ্যাটা আগের দিনের চেয়ে কম। ওই দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছে ১৬ হাজার ৪৮২ জন।
সূত্র : আজকাল