ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এম. জহিরউদ্দিন স্বপনের সমর্থনে সোমবার রাতে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী পৌর সভার ২-৩ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার কসবা গ্রামের নুর পান আড়ৎ চত্বরে ওই উঠান বৈঠকটি ছিল অনুষ্ঠিত হয়। দলের শত নেতা-কর্মীর পাশাপাশি উঠান বৈঠকটিতে হাজার হাজার সাধারণ মানুষসহ এলাকার নারী-পুরুষের ঢল নামে। ফলে উঠান বৈঠকটি বিশাল সমাবেশে রুপনেয়।
পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ সফিকুর রহমান স্বপন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সরোয়ার হোসেন পান্নু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বুলবুল সরদার প্রমূখ।