মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, গণভোটের ব্যালটের রং জাতীয় নির্বাচনের ব্যালট থেকে আলাদা রাখা হবে, যাতে ভোটাররা স্পষ্টভাবে দুই প্রকার ভোটপত্র চিহ্নিত করতে পারেন। ভোটারদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, আজ বা আগামীকাল এর মধ্যে অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে।
আইন উপদেষ্টা আরও বলেন, “গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে। ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’—এ দুই বিকল্পের মধ্য থেকে ভোট দেবেন। জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের সময়ই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের ব্যালট সম্পূর্ণ আলাদা রঙে ছাপানো হবে, যাতে কোনো বিভ্রান্তি না হয়।”
তিনি জানান, সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে, তাঁরাই গণভোট পরিচালনার দায়িত্বও পালন করবেন।