বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি নিয়ে আলোচনা সভা ও “সমসাময়িক বাংলাদেশে তারেক রহমানের রাজনীতি” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার (২৪ অক্টোবর ) লন্ডন সময় সন্ধাঃ ৬টায় যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সভাটির আলোচক প্যানেলে থাকবেন, বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন, বইটির লেখক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন। জানা গেছে, অনুষ্ঠানটি আয়োজন করেছেন অক্সফোর্ড- বাংলাদেশ সোসাইটি। উল্লেখ্য- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্র-ছাত্রীরাই অনুষ্ঠানটির মূল আয়োজক।