বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান আবারও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকালের দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ক্ষমা প্রার্থনার কথা জানান।
ডা. শফিকুর রহমান জানান, এই ক্ষমা প্রার্থনা তিনি অন্তত তিনবার করেছেন। তিনি বলেন, ‘অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমি ইতোমধ্যেই ক্ষমা প্রার্থনা করেছি। কিছুদিন আগে এ টি এম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন, তখনও আমি এ কথাটি জানিয়েছি। শুধু বর্তমানে নয়, ১৯৪৭ সাল থেকে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের কারণে যদি কারো কোনো কষ্ট বা ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। আমি আশা করি, আপনাদের তরফ থেকে আমাদের এই ভুলের জন্য ক্ষমা পাওয়া যাবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা ভুল করি নি—এটি বলা কেমন হবে? আমাদের ১০০টি সিদ্ধান্তের মধ্যে ৯৯টি সঠিক, কিন্তু একটি হয়তো বেঠিক হতে পারে। সেই একটি ভুল সিদ্ধান্তও যদি জাতির ক্ষতি করে, তবে আমার জন্য কোনো দোষ নেই বললে হবে না। সেই অবস্থায়, যদি আমার কোনো সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হয়ে থাকে, তাহলে তার জন্য ক্ষমা চাইতে আমার কোনো অসুবিধা নেই।’
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন বিষয়ে গণভোটের আয়োজন করা উচিত। তিনি স্পষ্ট করেন, ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি আশ্বাস দেন, ‘জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুরা সাংবিধানিক অধিকার অনুযায়ী নির্বিঘ্নে থাকবেন।’