শোবিজের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অভিনয় নিয়ে এক সময় ছিলেন ভীষণ ব্যস্ত। তবে এখন অনেকটাই নিশ্চুপ আছেন এই অভিনেত্রী। কাজে না থাকলেও সরব আছেন নেটদুনিয়ায়। মাঝে ব্যক্তিজীবন নিয়েও ছিলেন আলোচনায়।
খবর রটে- মির্জা আবুল বাশার মামুন নামে এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন ববি। এর আগে, প্রযোজক সাকিব সনেটের সঙ্গে ‘প্রেম’ করছেন বলেও গুঞ্জন রটে শোবিজে। এবার গোপন বিয়ে ও প্রেম নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা ববি। জানালেন, ‘সবই গুজব।’
সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়ে প্রশ্ন করা হলে এই চিত্রনায়িকা বলেন, ‘এটা তো অনেক আগের কথা। নোলক সিনেমার সময়কার ঘটনা। তখন আমি কিছু বলেছি কি না, মনে নেই।’
বলা দরকার, বছর তিন আগে জন্মদিনে সাকিব সনেটের শুভেচ্ছা পোস্ট থেকেই শুরু হয়েছিল তাকের প্রেমের গুঞ্জন। তখন দুজনেই সম্পর্কের বিষয়টি স্বীকারও করেছিলেন।
বর্তমানে কারও সঙ্গে সম্পর্কে আছেন কি-না এমন প্রশ্নে ববি স্পষ্টভাবে উত্তর, ‘না, এখন আমি কারও সঙ্গেই সম্পর্কে নেই। কাজ নিয়েই ব্যস্ত আছি। একটা সময় কিছু ছিল, কিন্তু এখন আর নেই। তবে বন্ধুত্ব এখনো আছে।’
ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনের সঙ্গে ববির সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায় শোবিজে। এমনকি ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে ববির ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করা হয় কিছু গণমাধ্যমে।
এ প্রসঙ্গে ববি বলেন, ‘ওসব খবর পুরোপুরি মিথ্যা। আমি যদি এসব নিয়ে কথা বলি তাহলে তারা আরও প্রচার পাবে। ওই ব্যক্তির সঙ্গে কেবল রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলোচনা হয়েছিল, এর বাইরে কিছু না। আবার কেউ আমার নাম ব্যবহার করে অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা নেব।’
সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন ববি। ফেরার পরই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা ‘তছনছ’র শুটিংয়ে। এতে তার সহশিল্পী ও প্রযোজক মুন্না খান। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও জয়রাজ।